সংবাদদাতা, পটাশপুর : পূর্ব মেদিনীপুর জেলার বনমহোৎসব ২০২২-এর সূচনা হল বৃহস্পতিবার। চলবে ২০ জুলাই পর্যন্ত। বন দফতর ও জেলা পরিষদের আয়োজনে অরণ্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানটি হয় পটাশপুর ১ কৃষক বাজার, নতুনপুকুর এলাকায়। উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।
আরও পড়ুন-কেন্দ্রের উদাসীনতায় বন্ধ ফরাক্কা ডিয়ার ফরেস্ট
উপকূলবর্তী জেলায় বৃক্ষরোপণের গুরুত্ব কতটা তা বুঝিয়ে বলেন মন্ত্রী। অরণ্য সপ্তাহকে কেন্দ্র করে জেলা জুড়ে ভ্রাম্যমাণ ট্যাবলোতে চারাগাছ বিলি করা হবে। অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলা পরিষদের সহকারী সভাধিপতি শেখ সুফিয়ান, বন ও ভূমি সংস্কার দফতরের কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস প্রমুখ।