তৎপর প্রশাসন বাঁধ মেরামতি করছে, দুর্গতদের দিচ্ছে সাহায্য, দিঘায় নিষেধাজ্ঞা

বুধবারের মতো বৃহস্পতিবারেও দিঘার গার্ডওয়াল টপকে জল মেরিন ড্রাইভে আছড়ে পড়ে। পর্যটকরা ঢেউ দেখতে সৈকতে ভিড় করেন।

Must read

সংবাদদাতা, দিঘা : বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া এবং বাতাসের গতিবেগ বেশির কারণে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর উপকূলে সমুদ্র ছিল বেশ উত্তাল। তাই এদিন দিঘা, শংকরপুর, মন্দারমণি ও তাজপুরে পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। নুলিয়া ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এদিন দিঘা উপকূলে মাইকে এই নিষেধাজ্ঞার কথা জানায়। মৎস্যজীবীদেরও ১৫ জুলাই পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সংগঠনগুলোকেও জানানো হয়েছে।

আরও পড়ুন-অরণ্য সপ্তাহের সূচনা মৎস্যমন্ত্রীর

ইতিমধ্যে মাছ ধরার জন্য যে সমস্ত ট্রলার বা ফিশিং বোট সমুদ্রে রয়েছে তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারের মতো বৃহস্পতিবারেও দিঘার গার্ডওয়াল টপকে জল মেরিন ড্রাইভে আছড়ে পড়ে। পর্যটকরা ঢেউ দেখতে সৈকতে ভিড় করেন। বহু পর্যটক মেরিন ড্রাইভে দাঁড়িয়ে ঢেউয়ের জলে গা ভেজান। দুর্ঘটনা এড়াতে পুলিশ সৈকতে কড়া নজরদারি চালিয়েছে। মেরিন ড্রাইভ জল নিষ্কাশনে অসুবিধে হচ্ছিল।

আরও পড়ুন-কেন্দ্রের উদাসীনতায় বন্ধ ফরাক্কা ডিয়ার ফরেস্ট

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের দাবি, সৈকত লাগোয়া বিভিন্ন স্টলের দোকানদাররা নিকাশির উপরে বেশ কিছুটা বাড়তি অংশ অবৈধভাবে দখল করে পসরা সাজিয়েছিলেন। ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার স্বার্থে সেইসব বাড়তি অংশ ভেঙে দেওয়ার জন্য দোকানদারদেরকে নির্দেশ দিয়েছিল উন্নয়ন পর্ষদ। কিন্তু তারা কথা না শোনায় বৃহস্পতিবার উন্নয়ন পর্ষদ বুলডোজার দিয়ে সেই দোকানগুলোর বাড়তি অংশ ভেঙে দেয়।

Latest article