সংবাদদাতা, আলিপুরদুয়ার : অভাব-অনটনকে সঙ্গী করে, অদম্য জেদ আর অধ্যবসায়কে সম্বল করে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার চা-বলয়ের পাঁচ শ্রমিকসন্তান এ বছর নিট কোয়ালিফাই করে ডাক্তারিতে ভর্তি হয়েছে। তাঁদের এই সাফল্য, জেলার পড়ুয়াদের কাছে যাতে উদাহরণ হয়ে ওঠে, তাই তাঁদের এই সাফল্যকে কুর্নিশ জানাল জেলা পুলিশ প্রশাসন। কালচিনি ব্লকের পাঁচজন এবার নিট পরীক্ষায় সফল হয়েছেন। শনিবার আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের থেকে সফল পাঁচজনকে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন কালচিনি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পাঁচজনকে সংবর্ধিত করেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। ছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর প্রবীণ কাশোয়ান। আলিপুরদুয়ারের ভার্নাবাড়ি চা-বাগানের শ্রমিক রঘু মিঞ্জের ছেলে মণীশ মিঞ্জ, বুকিনবারি চা-বাগানের নয়নদীপ লামার কন্যা নিধি লামা, ভাটপাড়া বাগানের চালক বিক্রম লামার কন্যা রীতা লামা, মেচপাড়া চা-বাগানের কৈলাস লামার কন্যা সোনম লামা ও লতাবাড়ির বিপিন লাকড়ার মেয়ে অঞ্জলি লাকড়া নিট পরীক্ষায় সফল হয়েছেন।
এঁদের মধ্যে মেচপাড়ার সোনম লামা ও ভাটপাড়া চা-বাগানের রীতা লামার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। চরম দারিদ্র সত্ত্বেও এঁরা দু’জন পড়াশোনা করে নিটে সফল হয়েছেন। শনিবার আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এঁদের সংবর্ধনা প্রদান করেন।
আরও পড়ুন- ভিনরাজ্যে পড়তে গিয়ে রহস্যমৃত্যু ছাত্রীর, আদালতের দ্বারস্থ পরিবার