বিরাট নিয়ে শোয়েবকে ছক্কা সৌরভের

Must read

প্রতিবেদন : ২২ গজে দু’জনে ছিলেন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। এবার মাঠের বাইরেও শোয়েব আখতারের বাউন্সারে সপাটে হুক মারলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav ganguly- Shoaib akhtar)। উপলক্ষ বিরাট কোহলির অবসর!
সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছিলেন, বিরাটের উচিত বিশ্বকাপের পরেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধু টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করা। প্রাক্তন পাক ফাস্ট বোলার বলেছিলেন, শচীন তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরি রেকর্ড একমাত্র বিরাট-ই ভাঙতে পারে। এর জন্য ওকে আরও বছর ছয়েক খেলা চালিয়ে যেতে হবে। তাই বিশ্বকাপের পর বিরাটের উচিত একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধু টেস্টে খেলা চালিয়ে যাওয়া।
এর জবাবে সৌরভের (Sourav ganguly- Shoaib akhtar) সাফ কথা, কেন হঠাৎ করে বিরাট সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে যাবে? ও যে কোনও ফরম্যাটে যতদিন খুশি খেলা চালিয়ে যেতেই পারে। বিরাট তো প্রতিটি ফরম্যাটেই রান পাচ্ছে। ভালই পারফর্ম করছে। তাহলে কেন ছাড়বে?’’
প্রসঙ্গত, সৌরভ ও বিরাটের মধ্যে সম্পর্ক মোটেই মধুর নয়। সৌরভ যখন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন, তখন দু’জনের ব্যক্তিত্বের সংঘাত প্রকাশ্যে চলে এসেছিল। যা নিয়ে সংবাদমাধ্যমে কম জল ঘোলা হয়নি। যদিও ওয়াঘার ওপার থেকে ভেসে আসা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরাসরি বিরাটের পাশেই দাঁড়ালেন সৌরভ।

আরও পড়ুন-জোড়া গোল, সুপার সিক্স প্রায় নিশ্চিত লাল-হলুদের 

Latest article