শিয়ালহানায় আহত পাঁচ

পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীদের হাতে মারা পড়েছে একটি শিয়াল।

Must read

সংবাদদাতা, মালদহ : আবার হরিশচন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রামে শিয়ালের হানা। আহত পাঁচজন। আহতদের নাম হুসেন আলি (৫৬), বেলাল আলি (৩৫), হেলাল আলি (২৭), পরিবানু খাতুন (২৮) ও আব্দুল মালেক (৫৫)। পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীদের হাতে মারা পড়েছে একটি শিয়াল।

আরও পড়ুন-দৃষ্টান্তস্থাপন মাদারিহাটের, অন্ধত্বমুক্ত টোটোপাড়া

কিছুদিন আগেই একপাল শিয়াল হামলা চালিয়ে বহু মানুষকে জখম করেছিল। সেবারেও একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। জানা গিয়েছে, এদিন হুসেন আলির ছোট ছেলের বিয়ের দিন ঠিক করার জন্য মেয়ের বাড়ির লোকজন এসেছিলেন। আচমকা বাড়িতে ঢুকে এলোপাথাড়িভাবে আক্রমণ করে শিয়াল। আতঙ্কিত গ্রামবাসীরা একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেললেও দুটি শিয়াল পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন-ভেত্তোরি বললেন মুম্বইয়ে বিরাট এলে সরে দাঁড়াতে হবে রাহানেকে

এই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরুষরা লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছে। কেন শিয়ালরা বারবার গ্রামবাসীদের আক্রমণ করছে, সেটা বেশ রহস্যের। সম্ভবত জঙ্গলে খাবার না পেয়েই ওরা দলবেঁধে লোকালয়ে ঢুকে পড়ছে। এই শিয়ালগুলো বিরল প্রজাতির, তাই বন দফতর এ নিয়ে চিন্তিত।

Latest article