প্রতিবেদন : ১১টি মঞ্চে পাঁচ হাজারেরও বেশি শিল্পী এবার সংগীতমেলায়। মঞ্চ মাতিয়ে দেবে বাংলার নামকরা ব্যান্ডগুলি। এছাড়াও বিভিন্ন সংগীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশ নেওয়া প্রতিভাবান নবীন শিল্পীরাও এই মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আজ উদ্বোধন দুই মেলার। বাংলা সংগীতমেলা এবং বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব। আজ ২৫ ডিসেম্বর থেকে শুরু। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। কলকাতার ১১টি মঞ্চে দুই মেলা চলবে। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সংগীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, বড়িশা ক্লাব ময়দান, চারুকলা পর্ষদ এবং সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবন। রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের তরফে বৃহস্পতিবার ঘোষণা করা হয়।
আরও পড়ুন-আধুনিকতা, নারী স্বাধীনতা ও প্রগতির নিখুঁত বন্ধন মা সারদা