প্রতিবেদন : প্রতিশ্রুতির বন্যায় চোখ কপালে ওঠার জোগাড়! এমন প্রতিশ্রুতি দিতে দু’বার ভাবতে হবে প্রধানমন্ত্রীকেও। অথচ এমনই প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটল হরিয়ানার এক প্রার্থীর মুখে। লোকসভা বা বিধানসভা নয়, ওই প্রার্থী লড়ছেন গ্রামের সরপঞ্চ পদের জন্য। হরিয়ানার সিরসাদ গ্রামের সরপঞ্চ পদে নির্বাচন।
আরও পড়ুন-ইনি এমনই বাঘ যে সাংবাদিকদের মুখোমুখি হতে ভয়, কটাক্ষে বিদ্ধ প্রধানমন্ত্রী
প্রার্থী জয়করণ লাঠওয়াল গ্রামবাসীদের এমন ১৩টি প্রতিশ্রুতি দিয়েছেন, যার মাথামুন্ডু খুঁজে পাওয়া দায়। প্রার্থীর প্রতিশ্রুতিগুলির নমুনা এইরকম : গ্রামে তিনটি বিমানবন্দর তৈরি করা হবে। মহিলাদের বিনামূল্যে মেকআপ কিট দেওয়া হবে। সিরসাদে ২০ টাকা লিটারে পেট্রোল বিক্রি করা হবে। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হবে ১০০ টাকা। সিরসাদ থেকে দিল্লি মেট্রো চলবে। জিএসটি প্রত্যাহার করা হবে। প্রত্যেক পরিবারের জন্য বিনামূল্যে একটি বাইক ও ফ্রি ওয়াইফাইয়ের বন্দোবস্ত থাকবে। জিতলে মাদকাসক্তদের জন্য প্রতিদিন এক বোতল মদ দেবেন তিনি। সিরসাদ থেকে গোহনা পর্যন্ত প্রতি পাঁচ মিনিট অন্তর থাকবে হেলিকপ্টার সার্ভিস। জয়করণের নির্বাচনী পোস্টার কাম ইস্তাহার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পোস্টার দেখতে ভিড় করছেন গ্রামের মানুষ।