জাপানে যাত্রীবাহী বিমানে ভয়াবহ আগুন, রানওয়েতে জ্বলছে আরও একাধিক বিমান

Must read

টোকিওর (Tokyo airport fire) হানেদা বিমানবন্দরে বিধ্বংসী আগুন। মঙ্গলবার রানওয়েতে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রীবাহী বিমানের ধাক্কা লাগে। তারপরেই আগুন জ্বলে যায় যাত্রীবাহী বিমানটিতে। জাপান এয়ারলাইন্সের বিমানটি দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। বিমানবন্দরে একাধিক বিমানে আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রায় ৪০০জন যাত্রী নিয়ে অবতরণের সময়ই দুর্ঘটনাটি ঘটে। একাধিক ফায়ার টেন্ডার আগুন (Tokyo airport fire) নেভানোর কাজ চালাচ্ছে। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

জাপানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, উপকূলরক্ষী বাহিনীর বিমানে ৬ জন ছিলেন। তার মধ্যে এক জনকে উদ্ধার করা হয়েছে বাকি ৫ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হল টোকিয়োর হানেডা বিমানবন্দর। সেখানে এই দুর্ঘটনা কী ভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে। বলে জানানো হয়েছে। ঘটনার পরেই হানেডা বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপান এয়ারলাইন্স বিমান সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর নিউ চিটোস বিমানবন্দর থেকে টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। তখনই ঘটে দুর্ঘটনা। হানেডা বিমানবন্দরে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন জ্বলেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ভূমিকম্পের জেরেও বিধ্বস্ত জাপান। সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৫৫ বার কেঁপে উঠেছে জাপান। জাপানের বেশ কয়েকটি উপকূলে সুনামি আছড়ে পড়েছে। ভূমিকম্পের জেরে ফুঁসে উঠেছে সমুদ্র। মৃত্যু হয়েছে ৩০ জনের। এরই মধ্যে টোকিও হানেদা বিমানবন্দরে আগুনের ঘটনা। এই দুর্ঘটনায় আরও বিপাকে পড়েছে সরকার।

আরও পড়ুন- ১৫৫ বার ভূমিকম্প! জাপানে মৃত ৩০

Latest article