সংবাদদাতা, দুর্গাপুর : মুম্বই-দুর্গাপুরগামী বেসরকারি বিমান সংস্থার এয়ার টার্বুল্যান্সে পড়া এবং জনা পনেরো যাত্রীর আহত হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। তাদের পক্ষে জানানো হয়েছে, এই ঘটনা নিয়ে তদন্তের জন্য একটি শৃঙ্খলারক্ষা কমিটি গড়া হয়েছে। স্পাইস জেটের সাফাই, বিমান ঝাঁকুনির সময় সিটবেল্ট সঙ্কেত দেওয়া হয়েছিল। বিমানসেবিকারা বারবার অনুরোধ করেন যাত্রীদের। তা সত্ত্বেও বেশ কয়েকজন পরেননি।
আরও পড়ুন-ডাকঘরের গাফিলতি ভোগান্তি সাধারণের
তার জেরেই ১৫ জন আহত হয়েছেন। তার মধ্যে ১২ জন যাত্রী এবং তিনজন কেবিন ক্রু। বিমানচালকের তৎপরতায় অবশ্য শেষমেশ প্রাণে বেঁচে গিয়েছেন এসজি-৯৪৫ এয়ার স্পাইস জেট বিমানের ১৮০ জন যাত্রী। রবিবার সন্ধ্যায় মাঝআকাশে প্রবল ঝঞ্ঝার মধ্যে পড়ে দুর্গাপুরগামী বিমানটি। পরিভাষায় যাকে বলে এয়ার টার্বুল্যান্স। বিপজ্জনকভাবে ঝাঁকুনি হতে থাকায় যাত্রীদের অনেকেই আসন থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন। আহতদের আটজনকে হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিমান সংস্থা সবার চিকিৎসার ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে। অণ্ডাল বিমানবন্দরের কাছেই ছিল বিমানটি। কোনওরকমে গোঁত্তা খেয়ে সেটি অবতরণ করে।
আরও পড়ুন-বন থেকে আয়ের লভ্যাংশ পাচ্ছেন বনরক্ষকরা, রাজ্য বন দফতরের অভিনব উদ্যোগ
পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটিকে নিরাপদে নামিয়েছেন। বেশিরভাগ আহতরা সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিলেন না। সিটের উপরের লাগেজ রাখার বাঙ্কারটি ভেঙে পড়ে গুরুতর আঘাত পান একজন। যাত্রী ও বিমানকর্মীদের সকলেই বেঁচে ফিরে আসায় বিমানচালকের সাহসিকতার প্রশংসা করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।