ডাকঘরের গাফিলতি ভোগান্তি সাধারণের

বহু মানুষ আধার কার্ড তৈরি না হওয়ায় চরম সমস্যায় পড়ছেন। বাধ্য হয়েই এলাকাবাসী স্থানীয় তৃণমূল নেতৃত্বের সহযোগিতা প্রার্থনা করেন।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : নতুন আধার কার্ড তৈরি কিংবা পুরনো কার্ডের ত্রুটি সংশোধন করা হচ্ছে না দীর্ঘদিন। মূলত অণ্ডাল থানার উখরা ডাকঘরের গয়ংগচ্ছ মনোভাবের জন্যই এমনটা ঘটে চলেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বহুবার ডাকঘরের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি। এদিকে রেশন দোকান থেকে ব্যাঙ্ক, স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে স্কুল-কলেজে ভর্তি, সমস্ত ক্ষেত্রেই প্রয়োজন আধার কার্ডের।

আরও পড়ুন-বন থেকে আয়ের লভ্যাংশ পাচ্ছেন বনরক্ষকরা, রাজ্য বন দফতরের অভিনব উদ্যোগ

এলাকার বহু মানুষ আধার কার্ড তৈরি না হওয়ায় চরম সমস্যায় পড়ছেন। বাধ্য হয়েই এলাকাবাসী স্থানীয় তৃণমূল নেতৃত্বের সহযোগিতা প্রার্থনা করেন। সোমবার উখরার তৃণমূল কংগ্রেস নেতা রাজু মুখোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো বাসিন্দা উখরা পোস্ট অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন। রাজু বলেন, ‘‘উখরা পোস্ট অফিসের পরিকাঠামো অত্যন্ত উন্নত। এখানে কর্মীও যথেষ্ট বেশি। তা সত্ত্বেও এলাকার সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে না কর্তৃপক্ষের গাফিলতির জন্য। অবিলম্বে আধার-সহ অন্য পরিষেবা শুরু না করা হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।” এদিনের ধরনা মঞ্চে ছিলেন পঞ্চায়েত প্রধান রীতা ঘোষও।

Latest article