সংবাদদাতা, জলপাইগুড়ি : রাতভর-চলা অবিরাম বৃষ্টির জেরে কার্যত বন্যা-পরিস্থিতির সৃষ্টি হয়েছে জলপাইগুড়ির বানারহাট ব্লকে। বানারহাটের বিভিন্ন এলাকায় জল জমতে শুরু করেছে। পাশাপাশি হাতিনালা এবং আংরাভাসা নদীর জল ঢুকে পড়েছে পার্শ্ববর্তী এলাকায়। জলমগ্ন হয়ে পড়েছে তোতাপাড়া, লক্ষ্মীপাড়া, বানারহাট, বিন্নাগুড়ির এস এম কলোনি, নেতাজিপাড়া। গয়েরকাটার আংরাভাসা নদীর তীরবর্তী এলাকা। মূলত ডুয়ার্স এবং ভুটান পাহাড়ের বৃষ্টিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন-ব্রিজভূষণের গায়ে আর্থিক দুর্নীতিও
বিস্তীর্ণ এলাকার মানুষজন কার্যত ঘরবন্দি। বানাহাটের দুরামারির চানাডিপা এলাকায় ৪০টির উপরে বাড়ি জলমগ্ন। আগামী দু’দিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। ধূপগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি এলাকায় জলঢাকা নদীর বাঁধ উপচে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এলাকার মানুষ জানিয়েছেন, নদীর মূল বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে।