ঘাটালের বন্যা পরিস্থিতি কেন্দ্রকে দোষারোপ মানসের

Must read

সংবাদদাতা, ঘাটাল : অতিবর্ষায় রাজ্যের বেশ কয়েকটি জেলা সঙ্কটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে রীতিমতো উদ্বিগ্ন। তিনি জেলা প্রশাসনকে পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন। তাঁরই নির্দেশমতো রাজ্য সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ঘাটাল (Ghatal- Flood) মহকুমার বন্যাপরিস্থিতি দেখতে গেলেন। সেই সঙ্গে মহকুমা শাসকের অফিসে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকও করলেন। বললেন, কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিছুই না করার জন্য বারবার ঘাটালে (Ghatal- Flood) এরকম বন্যাপরিস্থিতি তৈরি হচ্ছে অল্প বৃষ্টিতে। তবে সবরকম পরিস্থিতি উপর নজর রাখা হচ্ছে। কেন্দ্র সরকার কোনও কিছু না করার জন্যই ঘাটালবাসীকে এই দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ঘাটালে বন্যায় ক্ষতিগ্রস্তদের যাতে সবরকম সাহায্য করা হয়, তার দিকে নজর রাখতে বলা হয়েছে প্রশাসনকে। সবকিছু পরিস্থিতি নিয়ে আজকের বৈঠক হয় বলে জানান মন্ত্রী মানস।

আরও পড়ুন- দুর্গাপুজোয় জয়চণ্ডী মন্দিরে এবার আকর্ষণ ডান্ডিয়া উৎসব

Latest article