প্রতিবেদন : রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে সবুজ-মেরুন সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা দেখে অবাক হয়ে গিয়েছিলেন ফ্লোরেন্তিন পোগবা (Mohun Bagan- Florentin Pogba)। তাঁর জন্য এত মোহনবাগান সমর্থক! বিস্মিত চোখে গাড়িতে হোটেলে আসার সময় ম্যানেজারকে পল পোগবার দাদা বলেন, বুঝতে পারলাম এই ক্লাবের মাহাত্ম্য। বিকেলে ক্লাব মাঠে অনুশীলনে নামার সময় আরও একবার চাক্ষুষ করলেন তাঁকে ঘিরে উৎসাহ, উন্মাদনার ছবিটা। কলকাতা ডার্বির মেজাজটা আগাম টের পেয়ে গেলেন ফুটবলের মক্কায় পা দিয়ে।
আরও পড়ুন: বিরাটের পাশে গিলক্রিস্ট
মাঠে ঘণ্টা দেড়েকের অনুশীলন শেষে নতুন ক্লাবে প্রথম সাংবাদিক বৈঠকে এসে বাগানের তারকা ডিফেন্ডার ফ্লোরেন্তিন (Mohun Bagan- Florentin Pogba) জানিয়ে দিলেন, তিনি ডার্বির সঙ্গে ভালভাবে পরিচিত। বলেন, ‘‘ইস্টবেঙ্গলের ব্যাপারে শুনেছি। ওদের বিরুদ্ধে ডুরান্ড কাপে খেলব। শুনেছি ওরাও খুব বড় ক্লাব। এ ধরনের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আমার রয়েছে। সাঁ এতিয়েঁতে খেলার সময় অলিম্পিক লিয়ঁর বিরুদ্ধে ডার্বি খেলেছি। জানি এই ম্যাচের উত্তেজনা। আমি তো এখন থেকেই উত্তেজিত। মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’’
ভাই পল পোগবা কি দাদার খেলা দেখতে ভারতে আসতে পারেন? উত্তরে ফ্লোরেন্তিন বলেন, ‘‘জানি না পল এখানে খেলা দেখতে আসবে কি না। ওর ক্লাবের খেলা রয়েছে। তার পর বিশ্বকাপ আছে। ভারতে আসার সময় পাবে বলে মনে হয় না।’’ তবে সবুজ-মেরুনের নতুন ডিফেন্ডার বলেন, ‘‘এখানে আসার আগে ভাইয়ের শুভেচ্ছা পেয়েছি।’’ লিওনেল মেসির ভক্ত ফ্লোরেন্তিন তরুণ বয়সে স্ট্রাইকার ছিলেন। তার পর উইঙ্গার হিসেবেও খেলেছেন। চান আইএসএলের সেরা ডিফেন্ডার হতে।