কলকাতা মহানগরীতেও এবার হোম স্টে

Must read

প্রতিবেদন : শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যের হাতছানিতেই হোমস্টে নয়, ভ্রমণপিপাসুদের জন্য এবারে মহানগরী কলকাতার (Home Stay in Kolkata) বুকেও চালু হতে চলেছে হোমস্টে। হোটেলের সেই বাঁধাধরা ছক নয়, নিজের বাড়ি থেকে অনেক দূরে এসেও বাড়ির পরিবেশ, বাড়ির রান্না উপভোগের সুযোগ। সৌজন্যে রাজ্যের পর্যটন দফতর এবং কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে হোমস্টে ব্যবস্থাকে উৎসাহিত করে আসছেন। শুধু পাহাড়, জঙ্গল কিংবা সমুদ্রতট নয়, প্রকৃতির সৌন্দর্যের বুকে নতুন নতুন জায়গা বেছে নিয়ে হোমস্টে-র আয়োজন। যার মাধ্যমে বিকশিত হবে স্বনিযুক্তি প্রকল্পও। সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি।
পুরসভা এবং পর্যটন দফতরের খবর, কলকাতা শহরের ফ্ল্যাট বা বাড়ির মালিকরা এ বিষয়ে আগ্রহ প্রকাশ করলে তাঁদের আবেদন বিবেচনা করা হবে। সবকিছু খতিয়ে দেখে উপযুক্ত বলে মনে হলে এই বাড়ি বা ফ্ল্যাটগুলিকে হোমস্টে-র তালিকাভুক্ত করা হবে। শুধু তাই নয়, অতিথি আপ্যায়নের প্রশিক্ষণও দেওয়া হবে তালিকাভুক্ত বাড়ি বা ফ্ল্যাটের মালিকদের কিংবা তাঁদের মনোনীত প্রতিনিধিদের।
বছরভরই কলকাতায় যাতায়াত দেশের বিভিন্ন প্রান্তের মানুষের। কেউ পর্যটক হিসেবে, কেউ আসেন কাজে। বিদেশি পর্যটকদের ভিড়ও লেগেই আছে আকর্ষণের কেন্দ্রবিন্দু এই শহরে। প্রতিবেশী বাংলাদেশ থেকেও বহু মানুষ শহরে আসেন অত্যাধুনিক চিকিৎসার জন্যই। মহানগরীর অতিথিদের বেশিরভাগই ওঠেন বিভিন্ন হোটেলে। কিন্তু সেখানকার বাঁধাধরা ছক পছন্দ হয় না অনেকেরই। তাঁদের পছন্দ বাড়ির পরিবেশ। সেই কারণেই রাজ্য এবং পুরসভার এই হোমস্টে-র (Home Stay in Kolkata) উদ্যোগ। এখন কিছু কিছু ক্ষেত্রে বাড়ির মালিকরা সাময়িকভাবে অতিথিদের থাকা-খাওয়ার সুবন্দোবস্ত করলেও, কোনও আইনগত স্বীকৃতি নেই তার। রাজ্য বা পুরসভার খাতায় কোনও রেকর্ডও নেই তার। এবারে কিন্তু স্বীকৃত এবং অনুমোদিত বাড়ি বা ফ্ল্যাটগুলির বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে পর্যটন দফতরের ওয়েবসাইটে। হোমস্টে ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হবে নতুন পরিকল্পনা।

আরও পড়ুন: ডাক্তার, সমাজ সংস্কারক নারী মুথুলক্ষ্মী রেড্ডি

Latest article