বিরোধীদের ফুল-মিষ্টি নারায়ণের

আগেও নারায়ণকে দেখা গিয়েছে তাঁর বিধানসভা এলাকায় মনোনয়ন জমা দিতে আসা বিরোধী প্রার্থীদের হাতে গোলাপ ফুল দিতে।

Must read

সংবাদদাতা, বারাসাত : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে এক দৃষ্টান্তমূলক নজির গড়লেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের প্রার্থী নারায়ণ গোস্বামী। সোমবার তাঁর বিরুদ্ধে দাঁড়ানো ছয় প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গিয়ে ফুলের তোড়া, মিষ্টি এবং নিজের মোবাইল নম্বর দিয়ে শুভেচ্ছা জানান। তৃণমূল প্রার্থীর এহেন শুভেচ্ছায় খুশি বিরোধী প্রার্থীরা। তাঁদের দাবি, রাজনৈতিক ময়দানে মতাদর্শের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা হোক, আর ব্যক্তিগত সম্পর্ক থাক বন্ধুত্বপূর্ণ।

আরও পড়ুন-একই সঙ্গে চালু হল রিউম্যাটোলজির ডে-কেয়ার পরিষেবা, এসএসকেএম-এ স্ট্রোকের বহির্বিভাগ চালু

আগেও নারায়ণকে দেখা গিয়েছে তাঁর বিধানসভা এলাকায় মনোনয়ন জমা দিতে আসা বিরোধী প্রার্থীদের হাতে গোলাপ ফুল দিতে। পুলিশকর্তাদের ডেকে প্রকাশ্যে বলেছেন, কেউ গন্ডগোল করলে রং না দেখে কড়া ব্যবস্থা নিতে। এবারও তাঁকে দেখা গেল একই ভূমিকায়। নারায়ণ দত্তপুকুর ১ ও ২ ও কাশিমপুর এই তিন পঞ্চায়েত এলাকার জেলা পরিষদের ২৫ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার তাঁর বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ ছয়জন মনোনয়ন জমা দিয়েছেন। নারায়ণের এই পদক্ষেপ রাজনৈতিক ময়দানে দৃষ্টান্ত গড়ল। যেখানে বিরোধীরা রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য নানান কুৎসা ছড়াচ্ছেন, সেখানে দাঁড়িয়ে নারায়ণের এই পদক্ষেপ বিরোধীদের মুখে ঝামা ঘষে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest article