ব্যুরো রিপোর্ট : বুধবার রাতে চতুর্থবার তুষারপাত হয়েছে শৈলশহরে। বৃহস্পতিবার কনকনে ঠান্ডা অনুভব করেছেন পাহাড়বাসী। শুক্রবারও রোদের দেখা নেই পাহাড় থেকে উত্তরবঙ্গের (North Bengal ) সমতলে। শৈলশহর দার্জিলিং থেকে কালিম্পং, কার্শিয়াং থেকে মিরিকে ছিল হাড়হিম করা ঠান্ডা। কুয়াশার চাদরে ঢাকা পাহাড়। দার্জিলিঙে ২ ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে তাপমাত্রা। কালিম্পঙে তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৩ থেকে ৪ ডিগ্রির আশপাশে। তার প্রভাব পড়েছে সমতলের শিলিগুড়িতেও। সেখানে পারদ নেমে এসেছে ৯–১০ ডিগ্রিতে। কনকনে ঠান্ডায় কার্যত কাবু শহরবাসী। বুধবার ফের তুষারপাত চুটিয়ে উপভোগ করেছেন পর্যটকরা। দার্জিলিঙের ঘুম, জোড়বাংলো এলাকায় বৃহস্পতিবার তুষারপাত হয়েছে। এবারে চটকপুর, চিমনিতে পড়ল বরফ। তাপমাত্রা নেমে এসেছে প্রায় ২–৩ ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে উত্তরবঙ্গ (North Bengal)।