আজ জিতলেই শেষ চারে ভারত যুব বিশ্বকাপ

চলতি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজ বাওয়া ও অঙ্গক্রিশ রঘুবংশী।

Must read

অ্যান্টিগা, ২৮ জানুয়ারি : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। তার আগে ভারতীয় শিবিরের জন্য খুশির খবর, অধিনায়ক যশ ঢুল-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের সুস্থ হয়ে ওঠা।

আরও পড়ুন-পাহাড়ে কুয়াশা, নেমেছে পারদ

কোভিড আক্রান্ত হওয়ার কারণে গ্রুপের শেষ দুটো ম্যাচে খেলতে পারেননি যশ, শেখ রশিদ, সিদ্ধার্থ যাদবরা। যদিও তাতেও কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে সমস্যা হয়নি ভারতের। বরং আয়ারল্যান্ড ও উগান্ডাকে বড় ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠেছে তারা। বিসিসিআই-এর সূত্র জানিয়েছে, যশ-সহ কোভিড আক্রান্ত সব ক্রিকেটারই ফিট হয়ে উঠেছেন। বাংলাদেশ ম্যাচে এঁদের প্রত্যেকের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-ঝাড়গ্রামে ৫০ হাতির আতঙ্ক

চলতি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজ বাওয়া ও অঙ্গক্রিশ রঘুবংশী। বল হাতে দুরন্ত ফর্মে বাঁ হাতি স্পিনার ভিকি অস্টওয়াল। সব মিলিয়ে ফেভারিট হিসেবেই শনিবার মাঠে নামবেন যশরা।

Latest article