বাঁচাতে হবে লোকসংস্কৃতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক সভাপতি কমলকান্ত রাউত, সহ সভাপতি অনুপ মাহাত, খুদমরাই অঞ্চল সভাপতি অর্ঘ্যরতন পাহাড়ি সহ অন্যরা।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : জঙ্গলমহলের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখার আবেদন জানালেন তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক খগেন্দ্রনাথ মাহাত। সম্প্রতি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলের আতাডিহাতে হয় লোকসংস্কৃতির নানা আঙ্গিকের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ছিল পাতা নাচ, ঝুমুর নাচ, ছৌ নাচ ও ঝুমুর গান।

আরও পড়ুন-জনসংযোগে দারুণ সাড়া

আতাডিহা হাট কমিটির উদ্যোগে লোকসংস্কৃতির এই অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক সভাপতি কমলকান্ত রাউত, সহ সভাপতি অনুপ মাহাত, খুদমরাই অঞ্চল সভাপতি অর্ঘ্যরতন পাহাড়ি সহ অন্যরা।

Latest article