প্রতিবেদন : কলকাতা ও সংলগ্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগে গ্রামবাংলায় করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে শুকনো খাবার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলা শাসকদের নির্দেশ দেন প্যাকেট করে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো শুকনো খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। জেলাশাসকদের বলা হয়েছিল, মাথাপিছু তিন কেজি করে চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে প্যাকেট তৈরি করতে।
আরও পড়ুন-মাস্ক ছাড়া বাজারে এলেই জুটছে গদার প্রহার
কলকাতাতেও যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের বাড়িতে ফলের ঝুড়ি পাঠাচ্ছে রাজ্য সরকার। এবার করোনা আক্রান্তদের রান্না করার খাবারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রবিবার ‘বাংলার গর্ব মমতা’ ট্যুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে জানানো হয়েছে। ট্যুইটে জানানো হয়েছে, ‘রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।’ সোমবার থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে বলে খবর। করোনা আক্রান্তদের রান্না করতে বা বাড়ির কাজে অসুবিধা হয়।
আরও পড়ুন-Sukanta Majumdar: করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ভর্তি রয়েছেন হাসপাতালে
চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়। কিন্তু পুষ্টিযুক্ত খাবার পাওয়ার জন্য বাড়ির সদস্য বা বন্ধুদের সাহায্য নিতেই হয়। তাই করোনা আক্রান্তদের পুষ্টিযুক্ত খাবার দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।মূলত করোনা আক্রান্ত যারা এরকম মৃদু উপসর্গযুক্ত বহু আক্রান্ত ব্যক্তি এখন নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন। তাঁদের কাছেই খাবার পৌঁছে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এছাড়াও দুস্থ মানুষদের জন্যও এই ব্যবস্থা করবেন জেলাশাসকরা। রাজ্য পুলিশও পৃথকভাবে সেই কাজ চালাবে। প্যাকেটে উল্লেখ করা থাকবে রাজ্য সরকার ও রাজ্য পুলিশের সৌজন্যে। মূলত ভাত, ডাল, ডিম-মাছ, মাংস ও একটি সব্জি থাকবে রাজ্যের দেওয়া খাবারে।