প্যারিস, ১৬ মে : জোর চর্চা চলতি মরশুমের শেষেই পিএসজি ছেড়ে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। এই জল্পনা আরও উসকে দিলেন কিলিয়ান এমবাপে নিজেই। রবিবার রাতে ফ্রান্সের পেশাদার ফুটবলারদের সংস্থার বিচারে ফরাসি লিগের বর্ষসেরার সম্মান পেয়েছেন এমবাপে। পুরস্কার মঞ্চ থেকেই এমবাপের ঘোষণা, ‘‘আমার দলবদল নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমারও সিদ্ধান্ত নেওয়া শেষ, হ্যাঁ প্রায় শেষ। খুব তাড়াতাড়ি জানিয়ে দেব।’’
আরও পড়ুন-কোটালে ভাঙল বাঁধ
গত কয়েক মরশুম ধরেই এমবাপেকে পেতে ছিনে জোঁকের মতো লেগে রয়েছে রিয়াল। অন্যদিকে, দলের সেরা তারকাকে ধরে রাখতে মরিয়া পিএসিজও। কিন্তু সিদ্ধান্ত নিতে তিনি কেন এত দেরি করছেন? এমবাপের বক্তব্য, ‘‘সবাইকে সম্মান জানাতে হয়। জানি আমার কাছ থেকে সবার অনেক প্রত্যাশা। এটুকু বলতে পারি, সবকিছু প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সামান্য কিছু বিষয় বাকি রয়েছে। জুনের শুরুতে জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগেই নিজের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেব।’’