করোনা আক্রান্ত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, ভর্তি হাসপাতালে 

Must read

সোমবার দুপুরে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta) কে। গত কয়েক দিন ধরেই বেশ কাশি হচ্ছিল, আজ সকাল থেকে বাড়তে থাকে অসুস্থতা, তারপরই হাসপাতালে ভর্তি হন সুরজিৎ সেনগুপ্ত। সোমবার দুপুরে বাইপাসের ধারে একটি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন এই ফুটবলার।

আরও পড়ুন – করোনাকালে প্রাথমিকের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প – ‘পাড়ায় শিক্ষালয়’

শনিবার শারীরিক অসুস্থতা নিয়েও প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিককে নিয়ে একটি দৈনিকে লিখেছিলেন। পরে কোভিড পরীক্ষা করান তিনি। সোমবার তার পজিটিভ রিপোর্ট এসেছে। কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুরজিৎ সেনগুপ্ত। তখন তাঁর শরীরে স্টেন্ট বসাতে হয়েছিল।

১৯৭৩ সালে প্রথম বড় ক্লাব হিসেবে মোহনবাগানে সই করেন সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। এক বছর সবুজ-মেরুন জার্সিতে খেলার পরের বছরই ইস্টবেঙ্গলে চলে যান তিনি। ১৯৭৫ সালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে পাঁচ গোল দিয়েছিল, তার প্রথম গোল ছিল সুরজিতেরই। ১৯৭৮-৭৯ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন তিনি।

Latest article