করোনাকালে প্রাথমিকের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প – ‘পাড়ায় শিক্ষালয়’

Must read

করোনা কালে দীর্ঘদিন স্কুল বন্ধ। প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা কার্যত গৃহবন্দি। এমন আবহে চার দেওয়ালে বন্দি ক্লাসরুমে পড়াশোনা করা ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। আবার বহু পড়ুয়াই অনলাইন ক্লাসের সুবিধা নিতে পারছে না। দুর্বল ইন্টারনেট পরিষেবা বা আর্থিক অনটনের জন্য তারা এই ক্লাস করতে পারছে না। এবার তাঁদের কথা ভেবেই নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পাড়ায় শিক্ষালয়’ (Paraya Shikshalay)।

আরও পড়ুন – নেতাজির জন্মজয়ন্তীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর তোপ, দিল্লিকে জবাব দেবে বাংলা 

ইতিপূর্বে দুয়ারে সমাধান, দুয়ারে রেশনের মতো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যাতে বাড়ি দোরগোড়ায় পৌঁছে গিয়েছে সরকারি পরিষেবা। এবার শিক্ষাকেও পড়ুয়াদের হাতে নাগালে পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। ইতিমধ্যে বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। তা উল্লেখ করে স্কুল চালুর দাবিতে সরব হয়েছেন এক শ্রেণির অভিভাবক থেকে রাজনৈতিক মহল। বিদ্যালয় খুলতে চেয়ে ইতিমধ্যেই শিক্ষা দফতর চিঠি দিয়েছিল নবান্ন কে।

প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের কাছে স্কুলের পরিবেশ ও শিক্ষা পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার পাড়ায়-পাড়ায় চালু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’ (Paraya Shikshalay)। আজ সোমবার এই কর্মসূচির উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুলের অন্দরে নয়, পার্ক-খোলা মাঠ কিংবা অন্য কোনও খোলামেলা এলাকায় কমিউনিটি শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সুরকারের তরফে। বিদ্যালয়ের শিক্ষক, পার্শ্ব শিক্ষক বা শিক্ষা সহায়কেরাই ক্লাস নেবেন ‘পাড়ায় শিক্ষালয়’-এ।

Latest article