যাত্রীদের সুবিধার্থে নয়া প্রযুক্তিতে এবার তল্লাশি বিমানবন্দরে

স্ক্যানারে দেওয়ার আগে বৈদ্যুতিন জিনিসপত্র আর বের করতে হবে না। সূত্রের খবর, আপাতত দেশের চারটি বিমানবন্দরে এই নতুন প্রযুক্তি চালু করা হবে

Must read

বিমানবন্দরে রুটিন তল্লাশির চাপে নাজেহাল হতে হয় যাত্রীদের। তল্লাশির কারণে বিমান ধরার তাড়ার সময় প্রবল উদ্বেগে পড়েন যাত্রীরা। যাত্রীদের এই উদ্বেগ নিরসনে নতুন প্রযুক্তি আনছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন-পুরুলিয়ার জনসভায় কড়া ভাষায় তোপ চন্দ্রিমার, আবাস যোজনায় অশান্তির দায় কেন্দ্রের

বর্তমানে তল্লাশির সময় মোবাইল, ল্যাপটপের মতো সাধারণ জিনিসপত্র ব্যাগ থেকে বের করে নিরাপত্তা কর্মীদের দেখাতে হয়। তল্লাশি শেষ হলে ফের ব্যাগে ভরে নিতে হয় জিনিসপত্র। এই কাজ করতে গিয়ে বেশ কিছুটা সময় নষ্ট হয়। যাত্রীদের এই অসুবিধা দূর করতে এবার তল্লাশির সময় নতুন প্রযুক্তির ব্যবহার করা হবে। নতুন প্রযুক্তির ফলে ব্যাগের মধ্যে থেকে আর কোনও জিনিসপত্র বের করতে হবে না। ব্যাগের ভিতরেই থাকা সব জিনিস খুঁটিয়ে দেখে নেওয়া যাবে।

আরও পড়ুন-নিরুদ্দেশ হোর্ডিংয়ে ঝড় রাজ্য জুড়ে

ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন (বিসিএস) জানিয়েছে, শীঘ্রই দেশের সব বিমানবন্দরে কম্পিউটার টোমোগ্রাফি টেকনোলজি ব্যবহার করা হবে। নতুন এই প্রযুক্তি ব্যবহার করা হলে স্ক্যানারের মধ্যে সমস্ত জিনিসই খুঁটিয়ে দেখা যাবে। এই উন্নত ও আধুনিক প্রযুক্তির সাহায্যে মোবাইল, ল্যাপটপের মতো বৈদ্যুতিন যন্ত্রপাতিও অনায়াসে স্ক্যান করা যাবে। বিসিএস আধিকারিক জয়দীপ প্রসাদ বলেছেন, যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই আনা হচ্ছে নতুন প্রযুক্তি। বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালানো হয়, তাতে টু-ডাইমেনশনে জিনিসপত্র দেখা যায়। কিন্তু নতুন প্রযুক্তির ব্যবহারে থ্রি-ডি ডাইমেনশনে ব্যাগের মধ্যের প্রতিটি জিনিস দেখা যাবে।

আরও পড়ুন-কেন্দ্রকে প্রশ্ন করুন কেন প্রাপ্য পাচ্ছেন না, পাত্রসায়রে মন্ত্রী শশী

তাই স্ক্যানারে দেওয়ার আগে বৈদ্যুতিন জিনিসপত্র আর বের করতে হবে না। সূত্রের খবর, আপাতত দেশের চারটি বিমানবন্দরে এই নতুন প্রযুক্তি চালু করা হবে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে থ্রি ডি স্ক্যানার চালু করা হবে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এক মাসের মধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই যাত্রীরা যাতে নিরাপদ পরিষেবা পান, সেই কথা মাথায় রেখেই নতুন প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত। উল্লেখ্য, আমেরিকা ও ইউরোপের একাধিক দেশে বেশ কিছুদিন আগেই এই নতুন প্রযুক্তি চালু হয়েছে।

Latest article