মহুয়ার ইস্যুতে নিরাপত্তার দোহাই, এবার কী করবে কেন্দ্র? তোপ দোলার

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রশ্ন, এত বড় নিরাপত্তা গাফিলতি ইস্যুতে এবার মোদি সরকারের সিদ্ধান্ত কী হবে?

Must read

প্রতিবেদন : দেশের নিরাপত্তার ইস্যুর কথা তুলে যদি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়, তাহলে সংসদকক্ষে বেনজির তাণ্ডব চালানোর জন্য কেন বহিষ্কার করা হবে না বিজেপি সাংসদকে? বুধবার লোকসভায় হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন।

আরও পড়ুন-নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত যোগীর বিধায়ক, বারবার সেই উত্তরপ্রদেশ

তাঁর বক্তব্য, আমাদের লোকসভার সংসদ মহুয়া মৈত্রকে নিরাপত্তা ইস্যুতে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি তাঁর লগইন পাসওয়ার্ড অন্য কারওর সঙ্গে শেয়ার করেছেন, এই অভিযোগে তাঁকে লোকসভা থেকে তড়িঘড়ি বহিষ্কার করে মোদি সরকার। আমাদের প্রশ্ন, বুধবার তার থেকেও মারাত্মক ঘটনা ঘটেছে। লোকসভা চলাকালীন একাধিক সাংসদ যখন সভায় উপস্থিত, তখন দর্শক-আসন থেকে দু’জন ঝাঁপ দিয়েছে। তাণ্ডব চালিয়েছে সভার ভিতরে। স্বাধীনতা পরবর্তী সময়ে এরকম ঘটনা সংসদে ঘটেনি। তাহলে কোথায় গেল লোকসভার নিরাপত্তা? এত বড় একটা ঘটনা ঘটল সংসদ চলাকালীন। মোদি সরকার যদি দেশের নিরাপত্তা নিয়ে এতই চিন্তিত তাহলে তাদের কি মনে হয় এটা নিরাপত্তার ভয়ঙ্কর গলদ নয়? লগইন পাসওয়ার্ড শেয়ার করার জন্য যদি মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয় তাহলে এত বড় নিরাপত্তার গাফিলতি যে বিজেপি সাংসদের কারণে ঘটল তাঁকে কেন এখনই ঘাড় ধরে বের করে দিচ্ছে না? কারণ কর্নাটকের মাইসোর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার নামে অনুমোদিত কার্ড নিয়েই হামলাকারী দুই ব্যক্তি সভায় দর্শক হিসাবে প্রবেশ করেছিলেন। মোদি সরকার যদি নিরাপত্তা নিয়ে এত চিন্তিত তাহলে তো আগে ওই বিজেপি সাংসদকে বের করে দেওয়া উচিত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রশ্ন, এত বড় নিরাপত্তা গাফিলতি ইস্যুতে এবার মোদি সরকারের সিদ্ধান্ত কী হবে?

Latest article