প্রতিবেদন : ফের ভেস্তে গেল দিল্লির মেয়র নির্বাচন (Delhi Mayor Election)। সোমবার মেয়র নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই আম আদমি পার্টি ও বিজেপির কাউন্সিলররা বিক্ষোভ দেখাতে থাকেন। প্রবল গোলমালের জেরে দিল্লির উপরাজ্যপালের মনোনীত প্রিসাইডিং অফিসার শেষ পর্যন্ত অধিবেশন স্থগিত করে দেন। তার আগে আপের কাউন্সিলরদের সঙ্গে তাঁর তুমুল ঝামেলা বাধে। পরপর তিনবার মেয়র নির্বাচন ভেস্তে যাওয়ায় সুপ্রিম কোর্টের নজরদারিতে মেয়র নির্বাচনের (Delhi Mayor Election) জন্য আদালতে যাওয়ার কথা জানিয়েছে আপ। অল্ডারম্যান অর্থাৎ আগের বোর্ডের মনোনীত পারিষদদের ভোট দেওয়ার অধিকার দিয়েছেন উপরাজ্যপাল। আপ কাউন্সিলররা আগের বোর্ডের মনোনীত পারিষদদের ভোটদানে বাধা দেন। অন্যদিকে উপরাজ্যপালের মনোনীত আপ বিধায়কদের আজ সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন প্রিসাইডিং অফিসার। তাঁরা বেশি গোলমাল করছিলেন বলে অভিযোগ। তুমুল গোলমালের জেরে প্রথমে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে এদিনের মতো অধিবেশন স্থগিত করে দেন প্রিসাইডিং অফিসার। ফের উপরাজ্যপাল নতুন তারিখ ঘোষণা করবেন। তার আগে পুরনিগমের কমিশনার নতুন তারিখ ঠিক করে কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রককে জানাবেন। এই নিয়ে টানা তিনবার ভেস্তে গেল দিল্লির মেয়র ভোট।
আরও পড়ুন-প্রকল্প নিয়ে বললেন, লোকের কথা শুনলেন, কাঁথির সভা মাতালেন সাংসদ মিমি