বাঘে-মানুষে সহাবস্থান বাড়াতে সুন্দরবনে সক্রিয় বন দফতর

Must read

সংবাদদাতা, সুন্দরবন :‌ শীতের শুরু থেকেই সুন্দরবনের (Tiger- Sundarban) জঙ্গল থেকে বারে বারে লোকালয়ে চলে আসে বাঘ ও অন্য জন্তুরা। গত বছর কুলতলি, পাথরপ্রতিমা, গোসাবার লোকালয়ে একাধিকবার বাঘ ঢুকে পড়েছিল। এর ফলে বন্যজন্তুকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোয়। জীবনহানি-সহ অন্যান্য ক্ষতির আশঙ্কায় তাঁরা চিন্তিত। পাশাপাশি বন্যজন্তুর সঙ্গে মানুষের সংঘাত তৈরি হয়। বন্যজন্তুদের ওপর মানুষ অনেক সময় আক্রমণও চালায়। সুন্দরবনে বাঘে-মানুষে সংঘাত কমাতে ও বন্যজন্তুদের সম্পর্কে সচেতনতা বাড়াতে দক্ষিণ ২৪ পরগনা বন দফতরের তরফে শুরু হল সচেতনতা প্রচার। এ জন্য জঙ্গল-লাগোয়া কুলতলির গ্রামগুলিতে চলছে মাইকিং। এছাড়া বন্যপ্রাণীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুলপড়ুয়া, বনসুরক্ষা কমিটি ও এলাকার বাসিন্দাদের নিয়ে করা হয় র‍্যালি। পড়ুয়াদের মুখে ছিল নানা বন্যজন্তুর মুখোশ। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল জানান, ‘‘বাঘ (Tiger- Sundarban) ও অন্য বন্যজন্তুদের সম্পর্কে এলাকার মানুষকে সচেতন হতে হবে। এলাকায় বাঘ ঢুকলে সব সময় বন দফতরকে তা জানানোর কথা বলা হয়েছে। এছাড়া এলাকায় অন্য বন্যজন্তুর দেখা মিললেও তাদের কোনও ক্ষতি করা যাবে না, হামলা চালানো যাবে না। একমাত্র সচেতনতাই পারে সুন্দরবনের অধিবাসীদের সঙ্গে বন্যপ্রাণীদের সুষ্ঠু সহাবস্থান গড়ে তুলতে।‌সুন্দরবনে বাঘ ও বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সহাবস্থান বাড়াতেই এই প্রচার।’’‌

আরও পড়ুন-সুন্দরবনে ‘চলো গ্রামে যাই’ সূচনা চন্দ্রিমার

Latest article