প্রতিবেদন : বিশ্ব উষ্ণায়নের জের। চলতি বছর গ্রীষ্মের মরশুমে পুড়ছে গোটা ইউরোপ। বিশেষ করে পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশেই অপ্রত্যাশিতভাবে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। প্রবল তাপপ্রবাহের কারণে স্পেন ও জার্মানিতে (Forest Fire in Spain and Germany) শুরু হয়েছে দাবানল। এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর-পশ্চিম স্পেনের জামোরা প্রদেশে। স্থানীয় প্রশাসন রবিবার জানিয়েছে, জামোরাতে প্রায় ২৫ হাজার হেক্টর জমি পুড়ে গিয়েছে। অন্যদিকে জার্মানির পক্ষ থেকে জানানো হয়েছে, বার্লিন সংলগ্ন এলাকার তিনটি গ্রামের মানুষকে অবিলন্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে জামোরা প্রদেশে আগুন নেভাতে প্রায় সাড়ে ছ’শো দমকলকর্মী (Forest Fire In Spain and Germany) যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। এখানে ১৮টি গ্রামের মানুষকে সরিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছরে ইউরোপে বৃষ্টি হয়েছে খুবই কম। অপ্রত্যাশিতভাবে গত কয়েকদিন সেখানে বহু জায়গাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়েছে। সঙ্গে প্রবল আর্দ্রতা। এর উপর ঝোড়ো বাতাস বয়ে চলার কারণেই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন: হারিয়ে ম্যাক্রোঁ