বৃষ্টিতে ঝুলছে বাড়ি, কিশোরের দেহ উদ্ধার

Must read

ব্যুরো রিপোর্ট: জলভাসি উত্তরবঙ্গ। ভাসছে একাধিক জেলা। জলের তোরে ভেসে গেল বাড়ি। মাছ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে  এক কিশোরের। সোমবার সন্ধেয় শিলিগুড়িতে (Siliguri) শুরু হয় মুষলধারে বৃষ্টি। স্তব্ধ হয়ে যায় শহর। তবে প্রশসনের তরফে তড়িঘড়ি নেওয়া হয় ব্যবস্থা। রবিবার রাতভর বৃষ্টির জেরে নদী গর্ভে তলিয়ে যায় মেটেলি ব্লকের আইভিল চা-বাগানের শ্রমিক মহল্লার একটি বাড়ির একাংশ। বিপদজনক অবস্থায় রয়েছে আরও তিনটি বাড়ি। বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বাকি পরিবারগুলো। জলের তোড়ে বাঁশের সাঁকো ভেঙে বাগানের জরিপ লাইন ও আগ্নু লাইনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের পোল ও পানীয় জল সরবরাহের পাইপ।

আরও পড়ুন: মুড়ি বৈঠক-এ মনের কথা শুনছেন তৃণমূল নেতা

ধূপগুড়ির গিলান্ডি নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যায় এক কিশোর। ২০ কিলোমিটার দূরে পুন্ডিবাড়ির ভূতের হাট এলাকা থেকে দেহ উদ্ধার হয়। আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, রায়গঞ্জেও বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগ উপেক্ষা করেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। দুর্গতদের সরিয়ে আনা হয় নিরাপদ স্থানে। প্রশাসনের তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

Latest article