সোমবার ১২ই ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ার (Chopra) ভারত-বাংলাদেশ (India Bangladesh) সীমান্তের কাছে হাইড্রেন খুঁড়ছিল বিএসএফ (BSF)। হাইড্রেন যদিও সেখানে করার কথা নয়, মাটি খোঁড়ার কথা ছিল অন্যত্র। গ্রামের কয়েকজন শিশু খেলার সময় মাটিতে ধস নেমে ঘটে মর্মান্তিক ঘটনা। চার জন শিশু চাপা পড়ে যায় মাটির নিচে। তারপরও বিএসএফের জওয়ানরা ওই শিশুদের দেখতে পায়নি বলেই খবর। জেসিবি নিয়ে মাটি ফেলা চলতেই থাকে। এই ঘটনায় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। সন্দেশখালি নিয়ে সমস্যা মেটার মধ্যেই ফের উত্তপ্ত চোপড়া।
আরও পড়ুন-দমদমে নতুন সেতুর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর
চোপড়ার মর্মান্তিক ঘটনায় বিধায়ক, সাংসদ মিলিয়ে তৃণমূল কংগ্রেস ১২জন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করল। তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছে। সেই দলে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, ব্রাত্য বসু, ডঃ শশী পাঁজা, বীরবাহ হাঁসদা, গৌতম দেব, দোলা সেন, প্রতিমা মন্ডল, জগদীশ চন্দ্র বর্মা, কুণাল ঘোষ। জানা গিয়েছে তারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও সাক্ষাতের জন্য সময় চেয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন। আগামী ১৫ই ফেব্রুয়ারি দুপুর ১২টায় তৃণমূল কংগ্রেস সদস্যদের সঙ্গে এই মর্মে আলোচনায় বসবেন রাজ্যপাল| উল্লেখ্য, বিএসএফ সীমান্ত রক্ষার জন্য এই ড্রেন তৈরী করছে। কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা তদন্ত সাপেক্ষ। পুলিশের সঙ্গে সঙ্গে বিএসএফও এই ঘটনার বিভাগীয় তদন্ত করবে।