মোমিনপুরে অশান্তি মামলায় সিট গঠন

Must read

প্রতিবেদন: মোমিনপুর (Mominpur) ও একবালপুরে অশান্তির ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT) গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এখনই কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই। তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার নগরপাল বিনীত গোয়েল। বুধবার মোমিনপুরে (Mominpur- SIT) অশান্তি নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় এমনই নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। সিটের কাজ হবে, অপরাধীদের চিহ্নিত করা এবং এই অশান্তি বাধানোর নেপথ্যে কী উদ্দেশ্য বা আদৌ কোনও উদ্দেশ্য ছিল কিনা তা খুঁজে বের করা। সেই সঙ্গে এলাকায় শান্তি বজায় রাখতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেটাও স্থির করবেন সিটের সদস্যরা। বুধবার এই মামলায় এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, মোমিনপুর আরও চারদিন ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। দক্ষিণ কলকাতার মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে অশান্তি হয়। ঘটনার পর এখনও পর্যন্ত মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-২৪ অথবা ২৫শে আছড়ে পড়ার সম্ভাবনা সিত্রাংয়ের

Latest article