প্রতিবেদন : নির্ধারিত সময়ের মধ্যে চোখের আলো প্রকল্পে ছানি অপারেশনের লক্ষ্যমাত্রা পূরণে এবার টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রতি জেলায় এই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় জেলাশাসকদের নেতৃত্বে ওই বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে। ওই প্রকল্পে ছানি অপারেশনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য ৩০ নভেম্বরের সময়সীমা ধার্য করা হয়েছে। সাধারণ মানুষের কাছে ‘চোখের আলো’ প্রকল্পের সুবিধা যাতে আরও বেশি করে পৌঁছয় তার জন্য এই বিশেষ উদ্যোগ নবান্নের।
আরও পড়ুন-স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক বিতরণ শুরু
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে রাজ্যের মালদা, পুরুলিয়া, আলিপুরদুয়ার, কালিম্পংয়ের মতো ১৪টি জেলায় এই প্রকল্পে ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি বলে সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে রাজ্যকে রিপোর্ট দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে এই প্রকল্পে বিনামূল্যে পরিষেবা সাধারণ মানুষের কাছে কেন যথাযথ ভাবে পৌঁছে দেওয়া যাচ্ছে না রাজ্যের তরফে স্বাস্থ্য দফতরকে তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এইজন্যে প্রতিটি জেলায় একটি করে টাস্কফোর্স গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দশ নভেম্বরের মধ্যে বাকি থাকা সব রোগীদের চোখের ছানি অপারেশন করার কাজ শেষ করতে বলা হয়েছে।
আরও পড়ুন-নির্বাচন হবে ২ সেপ্টেম্বর ব্যান তুলতে ফিফাকে চিঠি ফেডারেশনের
পাশাপাশি প্রতিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজের বহির্বিভাগে প্রতিদিন চোখের চিকিৎসা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি সার্জনকে সপ্তাহে অন্তত তিনটি করে ছানি অপারেশন করার কথাও নবান্নের তরফে জানানো হয়েছে। রাজ্য সরকার চায় স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষ পায়।