নির্বাচন হবে ২ সেপ্টেম্বর ব্যান তুলতে ফিফাকে চিঠি ফেডারেশনের

২৯ অগাস্ট সোমবার মনোনয়ন পরীক্ষা করার দিন। ৩০ অগাস্ট মঙ্গলবার ফেডারেশনের ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে

Must read

প্রতিবেদন : কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-কে সরিয়ে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফিফাকে সুপ্রিম কোর্টের রায়ের কপি পাঠিয়ে নির্বাসন তুলে নেওয়ার অনুরোধ জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তার আগে সোমবার রাতেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে সর্বোচ্চ আদালতের রায় জানিয়ে দেওয়া হয়। ফেডারেশনের কার্যনির্বাহী সচিব সুনন্দ ধর চিঠিতে ফিফার সাধারণ সচিব ফাতমা সামোরাকে অনুরোধ করেন এআইএফএফ-এর উপর থেকে নির্বাসন তোলার বিষয়ে ভাবনাচিন্তা করতে। প্রসঙ্গত, সর্বোচ্চ আদালতের সোমবারের রায় অনুযায়ী নির্বাচনের পর নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করবেন কার্যনির্বাহী সচিব।

আরও পড়ুন-টর্নেডো-বিধ্বস্ত এলাকায় বনমন্ত্রী

চিঠিতে সুনন্দ লিখেছেন, ‘‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা আপনাদের জানাচ্ছি যে, মহামান্য সুপ্রিম কোর্ট সিওএ-র নির্দেশিকা পুরোপুরি বাতিল করেছে এবং ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনার পূর্ণ দায়িত্ব ফিরিয়ে দিয়েছে এআইএফএফ-কে। তাই আমরা ফিফা ব্যুরোর কাছে অনুরোধ করছি এআইএফএফ-কে নির্বাসিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে।’’ সূত্রের খবর, চলতি সপ্তাহেই শাপমুক্তি ঘটতে চলেছে ভারতীয় ফুটবলে। ভোটের আগেই উঠে যেতে পারে নির্বাসন। কারণ, ফিফার আইনকেই মান্যতা দিয়ে তাদের শর্ত পূরণ করেছে আদালত।

আরও পড়ুন-পিএনবিতে ৮০ লক্ষ টাকার প্রতারণা

মঙ্গলবার রিটার্নিং অফিসারের তরফে ফেডারেশনে নির্বাচনের নতুন নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে। ২ সেপ্টেম্বর হবে নির্বাচন। সেদিনই অথবা ৩ সেপ্টেম্বর ফল ঘোষণা। ২৫ থেকে ২৭ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। ২৮ অগাস্ট রবিবার মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। ২৯ অগাস্ট সোমবার মনোনয়ন পরীক্ষা করার দিন। ৩০ অগাস্ট মঙ্গলবার ফেডারেশনের ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।

Latest article