পিএনবিতে ৮০ লক্ষ টাকার প্রতারণা

রিষড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওই শাখায় বেশ কয়েক বছর যাবৎ ম্যানেজারের দায়িত্ব ছিল অভিযুক্ত বিনয় সোনকারের উপর।

Must read

সংবাদদাতা, হুগলি : প্রতারণা করে ব্যাঙ্কের টাকা হাতানোর অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ল স্বয়ং ওই ব্যাঙ্কেরই ব্রাঞ্চ ম্যানেজার। বিনয় সোনকার নামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের রিষড়া শাখার ওই ম্যানেজারের বাড়ি বর্ধমান শহরে। নিজের শাখা থেকে প্রায় ৭৯ লক্ষ ৪১ হাজার টাকা আর্থিক প্রতারণা করে সরানোর অভিযোগে তাকে গ্রেফতার করার পর রিষড়া থানার পুলিশ পেশ করে শ্রীরামপুর মহকুমা আদালতে।

আরও পড়ুন-দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, ভাঙা রাস্তার মেরামতির নির্দেশ, প্রাণ এসেছে কুমোরটুলিতে

রিষড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওই শাখায় বেশ কয়েক বছর যাবৎ ম্যানেজারের দায়িত্ব ছিল অভিযুক্ত বিনয় সোনকারের উপর। সম্প্রতি ব্যাঙ্কের আর্থিক হিসাব পরীক্ষা করার সময় ধরা পড়ে, হিসাবমতো নগদ টাকা যা থাকার কথা তা থেকে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যাঙ্কের হেফাজতে কম রয়েছে। এই ঘটনা সামনে আসা মাত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে রিষড়া থানায় অভিযোগ করা হয় বলে জানা গিয়েছে। ব্যাঙ্ককর্মীদের একাংশ অভিযোগ জানান থানায়। রিষড়ার পুলিশ তাঁদের সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে। তদন্ত করে দেখার পরই ওই ব্যাঙ্কের শাখা ম্যানেজার বিনয়কে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন

Latest article