প্রতিবেদন : গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের ওপর নজরদারির জন্য এবার বিশেষ টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। আবাস যোজনার কাজের সার্বিক দেখভালের জন্য ৯ সদস্যের ওই টাস্ক ফোর্স গঠন করেছে পঞ্চায়েত দফতর। রাজ্যের পঞ্চায়েত সচিব পি. উলগানাথনের নেতৃত্বাধীন ওই টাস্ক ফোর্স প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উপভোক্তাদের অভাব-অভিযোগ দেখবে। এজন্য টাস্ক ফোর্সের সদস্যরা জেলায় জেলায় পরিদর্শনে যাবেন।
আরও পড়ুন-এমপি কাপ শুরু আজ
পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এই টাস্ক ফোর্স মূলত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বিভিন্ন প্রক্রিয়ার ওপর নজরদারি করবেন, যাতে দ্রুত ও কার্যকরী ভাবে প্রকল্প রূপায়ণ করা যায়। এক্ষেত্রে বাড়ি বাড়ি সমীক্ষা করা, জব কার্ড ম্যাপিং, গ্রাম সভার বৈঠক আয়োজন করা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কাজ করবে এই টাস্ক ফোর্স। এদিকে আবাস যোজনা নিয়ে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে মহকুমা শাসকরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন।
আরও পড়ুন-দুই রকমের দুই নাট্য-সন্ধ্যা
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজ্য পঞ্চায়েত দফতর সমস্ত জেলাশাসকদের সতর্ক করেছে ‘আবাস যোজনা’ নিয়ে। সাফ নির্দেশ দেওয়া হয়েছে, জেলাশাসকের দফতরে কন্ট্রোল রুম চালু করতে হবে। শুধু তাই নয়, নির্দেশ দেওয়া হয়েছে, জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে কমপ্লেন বক্স। ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার জন্য একজন করে আইএস ও ডব্লুবিসিএস পর্যায়ে অফিসারকে নিয়োগ করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। গ্রামীণ আবাস যোজনা নিয়ে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে বা নিখুঁতভাবে কাজ করা যায়, প্রত্যেকটি জেলায় তার জন্য এই অফিসারদের নিয়োগ করা হয়েছে। আবাস যোজনা নিয়ে ১৫ দফা গাইড লাইনও জারি করা হয়েছে। সেই গাইডলাইন যথাযথভাবে মেনে আবাস যোজনার কাজ হচ্ছে কি না তার ওপর সার্বিক নজরদারির দায়িত্ব এই রাজ্য স্তরের টাস্ক ফোর্সকেই দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর।
আরও পড়ুন-মানুষের দৃষ্টিভঙ্গির বদল দরকার
প্রসঙ্গত, সম্প্রতি গ্রামীণ আবাস যোজনার জন্য কেন্দ্রের কাছ থেকে ৮ হাজার ২০০ কোটি টাকা পেয়েছে রাজ্য সরকার। ১১ লক্ষ ৩৭ হাজার বাড়ি তৈরির জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের অর্থ পাওয়ার পরে আবাস যোজনার কাজে যাতে অনিয়ম না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন। উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে যেমন তিন ধাপে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই বিশেষ পর্যবেক্ষক দলকেও নামানো হচ্ছে। ২১ জনের বিশেষ পর্যবেক্ষক দলে তিনজন আইএএস পদমর্যাদার আধিকারিক থাকছেন।