বারাকপুর জুড়ে কড়া নজরদারি পুলিশের

বৈঠকে দুষ্কৃতীদের ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে একটি তালিকাও পুলিশ তৈরি করেছে

Must read

সংবাদদাতা, বারাকপুর : পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বারাকপুর জুড়ে বাড়ছে অস্থিরতা। বারাকপুর পুলিশ কমিশনারের বিভিন্ন অঞ্চলে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনার পাশাপাশি বিস্ফোরণে শিশুমৃত্যু ও গুলি চালানোর ঘটনা, অবৈধ বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ একাধিক ঘটনায় বিরক্ত রাজ্য প্রশাসন। এই পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হল রাজ্য সরকার। সরকারের নির্দেশেই শুক্রবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সহ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

আরও পড়ুন-নজরদারিতে টাস্ক ফোর্স গঠন

পুলিশ আধিকারিকদের এই গুরুত্বপূর্ণ আলোচনাসভায় ছিলেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। শুক্রবার রাজ চক্রবর্তী জানান, আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করতেই বারাকপুরে আসেন রাজ্য পুলিশের মনোজ মালব্য। এরপর বিধায়ক রাজ চক্রবর্তী জানালেন, পুলিশ প্রশাসনের বৈঠক হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়। বারাকপুর পুলিশ কমিশনারেটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য একাধিক নীতি গ্রহণ করা হয়েছে আজকের এই সভা থেকে। পাশাপাশি তিনি জানান, লাগাতার বারাকপুরের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা পুলিশের কাছে অনুরোধ করেছি মানুষের স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক করতে রাজনৈতিক রং না দেখে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে। এদিন ডিজি সাংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি। বৈঠকে দুষ্কৃতীদের ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে একটি তালিকাও পুলিশ তৈরি করেছে।

Latest article