ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির

সাইরাস মিস্ত্রি টাটা গোষ্ঠীর চেয়ারম্যানদের মধ্যে দ্বিতীয় যাঁর পদবি টাটা নয়। ২০১২ থেকে ১৬ পর্যন্ত তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

Must read

পথ দুর্ঘটনায় প্রাণ গেল টাটা গ্রুপের (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। মহারাষ্ট্রের পালঘরে রবিবার এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তার। তিনি পালনজি শিল্পগোষ্ঠীর কনিষ্ঠ কর্ণধার। রবিবার বিকেলে ৩:১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে রবিবার দুপুরে আমদাবাদ থেকে মুম্বইয়ের দিকে আসছিলেন তিনি। হঠাৎই মহারাষ্ট্রের পালঘরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এক সেতুর ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। গাড়িতে সাইরাস ছাড়াও ছিলেন আরও দু’জন।

আরও পড়ুন-মন্ত্রিত্ব না পেয়ে হতাশা: বিধায়করা ফিরতে চান উদ্ধব শিবিরে

সাইরাস মিস্ত্রি টাটা গোষ্ঠীর চেয়ারম্যানদের মধ্যে দ্বিতীয় যাঁর পদবি টাটা নয়। ২০১২ থেকে ১৬ পর্যন্ত তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এরপর চাটা গোষ্ঠীর সঙ্গে তার দূরত্ব শুরু হয় লড়াই পৌঁছয় আদালত পর্যন্ত। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্য: টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য শাবানা-জাভেদরা

দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি দুমড়ে মুছে গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির ইঞ্জিনসহ সামনের অংশ। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যায় না কি কোনও গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে অথবা অন্য কোনও গাড়ি সাইরাসের গাড়িকে ধাক্কা মারে কি না সব দিকেই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Latest article