গোয়ায় ভাঙন বিজেপিতে – পদ্মশিবির ছাড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত

Must read

বিধানসভা নির্বাচনের আগে গোয়ার বিজেপি শিবিরে আবারও ভাঙন। বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পরেসকর (Laxmikant Parsekar) ইস্তফা দিতে চলেছেন প্রবীণ বিজেপি নেতাকেও নির্বাচনী টিকিট দেয়নি দল। সূত্রের খবর, সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন সংবাদ সংস্থাকে লক্ষ্মীকান্ত বলেন, আমি বিকেলের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেব। ২০১৭ সালে মান্দ্রেম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন লক্ষ্মীকান্ত পরেসকর। তবে সে বছর তাঁকে পরাজিত করেন তৎকালীন কংগ্রেস প্রার্থী দয়ানন্দ সোপ্তে। কিন্তু, ২০১৯ সালে দয়ানন্দ বিজেপিতে যোগ দেন এবং ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তিনি। এ বছরও প্রার্থী হিসেবে তাঁকে মনোনীত করেছে পদ্ম শিবির।

আরও পড়ুন – গোয়ার ভালোর জন্য তৃণমূল কংগ্রেসের হাত ধরার বার্তা, সনিয়া গাঁধীকে খোলা চিঠি তৃণমূল কংগ্রেস নেত্রী নাফিসা আলির

সম্প্রতি মনোহর-পুত্র উৎপল পররিকরকে টিকিট না দেওয়ায়, তিনিও ক্ষুব্ধ হয়েছিলেন। বিজেপির সঙ্গে দ্বিমত হয় তাঁর। ‘ঠিক সময় অবস্থান স্পষ্ট করব’,বলে উৎপল জানান তিনি ভোটে লড়লে পানাজি থেকেই লড়বেন। এমনকী প্রচারও শুরু করেন। এরপর তাঁর কংগ্রেসে যোগদানের জল্পনা তুঙ্গে ওঠে। এদিকে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও তাঁকে দলে আসার আমন্ত্রণ জানান। কিন্তু, শুক্রবার যাবতীয় জল্পনায় জল ঢেলে উৎপল বলেন, তিনি নির্দল প্রার্থী হিসেবেই ভোটযুদ্ধে লড়তে চেয়েছিলেন। এবার লক্ষ্মীকান্তও (Laxmikant Parsekar) একই রাস্তায় হাঁটবেন না তিনি অন্য দলে যোগ দেবেন, তা নিয়ে চলছে জল্পনা।

নেতা দেবেন্দ্র ফড়নবীশ অবশ্য উৎপলকে দল না ছাড়ার আবেদন করেছিলেন। তিনি বলেন, ‘আমাদের মনে হয়, ওঁর উচিত বিষয়টি মেনে নেওয়া। বিজেপি সবসময় পরিকর পরিবারকে শ্রদ্ধার চোখে দেখেছে।’ ভোটমুখী গোয়ায় কোনওভাবেই যাতে দলে না ভাঙন ধরে সেই জন্য চেষ্টা চালাচ্ছিল বিজেপি। গোয়ার মন্ত্রী বিশ্বজিৎ রানে বলেছিলেন, ‘আপনি কারও ছেলে বলে সবরকম ইচ্ছেপূরণ করা যায় না। গোয়ায় বিজেপির ভিত তৈরি করেছিলেন ওঁর বাবা। আমার মতে, ওঁর দলবিরুদ্ধ আচরণ করা উচিত নয়’।

Latest article