মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ড পেলেন বর্ষীয়ান সাংবাদিক মিহির গঙ্গোপাধ্যায়

এলাকার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল বিষয়টি জানতে পেরে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান। এরপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর।

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্ষীয়ান সাংবাদিক মিহির গঙ্গোপাধ্যায়ের নাম স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেলেন। কোন্নগরের বাসিন্দা ৮২ বছরের বিপত্নীক এই বর্ষীয়ান সাংবাদিক আবেদন করেও নানা কারণে স্বাস্থ্য সাথী কার্ডে নাম নথিভুক্ত করতে পারছিলেন না। এলাকার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল বিষয়টি জানতে পেরে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান। এরপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-নেতাজির জন্মজয়ন্তীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর তোপ, দিল্লিতে জবাব দেবে বাংলা

শুক্রবার বিকেলেই স্বাস্থ্য দফতরের তরফে মিহির গঙ্গোপাধ্যায়ের মেয়ে বিপাশা চক্রবর্তীকে ফোন করে জানাো হয় তাঁর স্বাস্থ্য সাথী কার্ডেই তাঁর বাবার নাম যুক্ত করা হচ্ছে। এরপর শ্রীরামপুর মহকুমা প্রশাসনের তরফে কর্মীরা কোন্নগরের বিশালাক্ষী তলার বাড়িতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড মিহির গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেন। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালকে।

Latest article