কর্নাটকে (Karnataka) বিধানসভা নির্বাচন সামনেই, সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে দল। প্রচারও চলছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি কুমারস্বামী (HD Kumaraswamy)। জ্বরের ছাড়াও শারীরিক ক্লান্তি ও দুর্বলতা রয়েছে। শনিবার তিনি হাসপাতালে ভর্তি হন। বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।
আরও পড়ুন-দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ৪
ভোটের আগে তার এই অসুস্থতায় চিন্তিত হয়ে পড়ে দলের নেতা-কর্মীরা। যদিও তিনি এখন ভালো আছেন।কুমারস্বামীর অসুস্থতা নিয়ে এক বিবৃতিতে মণিপাল হাসপাতালের তরফে জানানো হয়েছে, “২০২৩ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডের মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে এইচডি কুমারস্বামীকে। চিকিৎসক সত্যনারায়ণ মাইশোরের অধীনে চিকিৎসাধীন তিনি। জ্বর এবং শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সব মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসা চলছে। তিনি এখন স্থিতিশীল রয়েছেন। সুস্থ হয়ে উঠছেন।”