প্রতিবেদন : প্রবল জনরোষে ফুঁসছে শ্রীলঙ্কা (Srilanka)। প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন প্রসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এবার দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটকে গেলেন গোতাবায়ার ভাই তথা প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে। কলম্বো বিমানবন্দরে যাত্রীরাই বাসিলের পরিচয় বিমানবন্দরের আধিকারিকদের জানিয়ে দেন। এরপরই বাসিলকে দুবাই যাওয়ার ছাড়পত্র দিতে অস্বীকার করেন ইমিগ্রেশন অফিসাররা। একসময় গুজব ছড়িয়েছিল, ভারত বাসিলকে আশ্রয় দিয়েছে।
আরও পড়ুন-ভারভারার জামিনের মেয়াদ বাড়াল কোর্ট
কিন্তু ভারত সরকারের পক্ষ থেকেও সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে সাড়ে ১২টা নাগাদ কলম্বো বিমানবন্দরে আসেন বাসিল। ভিআইপি টার্মিনাল দিয়ে ঢুকে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সহযাত্রীরা অনেকেই বাসিলকে চিনে ফেলেন। সঙ্গে সঙ্গেই তাঁরা অভিবাসন দফতরের আধিকারিকদের বিষয়টি জানান। ইমিগ্রেশন অফিসাররাও পাসপোর্ট দেখতে গিয়ে তাঁর পরিচয় জানতে পারেন। তাঁরা বুঝতে পারেন, দেশ ছেড়ে পালানোর ছক কষছেন বাসিল। সঙ্গে সঙ্গেই তাঁকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে বিমানে উঠতে দেওয়া হবে না। বাসিল ইমিগ্রেশন অফিসারদের একাধিকবার ছাড়পত্র দেওয়ার অনুরোধ করলেও তাতে কোনও কাজ হয়নি। শেষ পর্যন্ত ভোর সাড়ে তিনটে নাগাদ বিমানবন্দর থেকে ফিরে যান বাসিল।