ভারভারার জামিনের মেয়াদ বাড়াল কোর্ট

বোম্বে হাইকোর্ট আগেই ভারভারাকে মঙ্গলবার আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বোম্বে হাইকোর্টের রায় কার্যকর হবে না।

Must read

প্রতিবেদন : ভীমা কোরেগাঁও মামলায় শেষ পর্যন্ত কবি ভারভারা রাওয়ের জামিনের মেয়াদ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ শারীরিক অসুস্থতার কারণে ভারভারার জামিনের মেয়াদ বৃদ্ধি করে।

আরও পড়ুন-রাষ্ট্রপতি নির্বাচন: পিছু হঠলেন উদ্ধব

বোম্বে হাইকোর্ট আগেই ভারভারাকে মঙ্গলবার আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বোম্বে হাইকোর্টের রায় কার্যকর হবে না। ভারভারার বিরুদ্ধে চলা মামলার শুনানি আপাতত স্থগিত রাখার আরজি জানিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদনের ভিত্তিতেই শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় তিন বিচারপতির বেঞ্চ। ১৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, ভীমা কোরেগাঁও মামলায় ৮১ বছরের এই প্রবীণ তেলুগু কবিকে গ্রেফতার করেছিল পুণে পুলিশ। বিভিন্ন মহল থেকে এই প্রবীণ লেখককে মুক্তি দেওয়ার দাবি উঠলেও তাতে কর্ণপাত করেননি মহারাষ্ট্র সরকার।

Latest article