রাষ্ট্রপতি নির্বাচন: পিছু হঠলেন উদ্ধব

বৈঠকে অধিকাংশ সাংসদই এনডিএ প্রার্থীকে সমর্থনের পক্ষে মত দেন। কারণ তাঁরা মনে করছেন, দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি।

Must read

প্রতিবেদন : পিছু হঠলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। দলীয় সাংসদদের সংখ্যাগরিষ্ঠ অংশের দাবি মেনে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত দলের তরফে এই সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনে দলের রণনীতি ঠিক করতে শিবসেনা সাংসদদের সঙ্গে বৈঠক করেন উদ্ধব। এই মুহূর্তে শিবসেনার লোকসভায় সাংসদ সংখ্যা ১৬ এবং রাজ্যসভার সাংসদ সংখ্যা ৩।

আরও পড়ুন-আপাতত গোয়ার ভাঙন আটকে

বৈঠকে অধিকাংশ সাংসদই এনডিএ প্রার্থীকে সমর্থনের পক্ষে মত দেন। কারণ তাঁরা মনে করছেন, দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি। মহারাষ্ট্রে আদিবাসী মানুষের সংখ্যা যথেষ্ট। তাই ভোটব্যাঙ্ক অক্ষত রাখতে দ্রৌপদীকে সমর্থন করা প্রয়োজন। সাংসদরা তাঁদের মতামত জানালেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার তাঁরা অবশ্য উদ্ধবের উপরেই ছেড়েছিলেন। সূত্রের দাবি, দলীয় সাংসদদের মতামতকে গুরুত্ব দিয়ে দ্রৌপদীকে সমর্থনের পক্ষেই মত দিয়েছেন ঠাকরে। কারণ তিনি চান না, বিধায়কদের মতো সাংসদদের মধ্যেও এই ইস্যুতে বিক্ষোভ ছড়িয়ে পড়ুক।

Latest article