প্রতিবেদন : মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠা দিবস (East Bengal Foundation Day)। ক্লাবের প্রাক্তন ফুটবলার তথা বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন তারকা প্রয়াত মোনেম মুন্নাকে (Monem Munna) মরণোত্তর সম্মানে ভূষিত করা হবে। সোমবার ইস্টবেঙ্গল (East Bengal Foundation Day) ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম, ছেলে আজমান সালিদ, দুই প্রাক্তন খেলোয়াড় আসলাম ও ঘাউস। সঙ্গে ছিলেন বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের প্রাক্তন সভাপতি হারুনুর রশিদ ও বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী মেহরিন মাহমুদ। ১৯৯১ ও ১৯৯৩ সালে প্রয়াত মুন্নার সাথে ইস্টবেঙ্গলের হয়ে খেলা যে ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, তরুণ দে, বিকাশ পাঁজি, অলোক মুকোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
আরও পড়ুন- ভারতের তৃতীয় চন্দ্রাভিযান