৫ অগাস্টই প্রতীকী কর্মসূচি

Must read

প্রতিবেদন : ৫ অগাস্ট তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মসূচি যথারীতি হচ্ছে। নেত্রীর নির্দেশ মেনেই ব্লকে ব্লকে এই প্রতীকী কর্মসূচি পালন করবে দল। সোমবার স্পষ্টভাবে এ কথা জানিয়ে দিয়েছেন বিধানসভায় দলের উপ-মুখ্যসচেতক তথা উত্তর ২৪ পরগনা সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায়। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মানুষের অসুবিধে হতে পারে এমন কোনও কর্মসূচি নয় (Trinamool Congress)। এরই প্রেক্ষিতে তাপস রায় (Tapas Roy) জানিয়েছেন, বাড়ি বাড়ি নয়, ব্লকে ব্লকে প্রতীকী অবস্থান হবে ওই দিন। একুশ জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ঠিক যা নির্দেশ দিয়েছিলেন তা মেনে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত এই প্রতীকী কর্মসূচি পালন করব আমরা।

আরও পড়ুন- মণিপুরের পাপ ঢাকতে অন্য রাজ্যের তুলনা কেন? সুপ্রিম ভর্ৎসনা কেন্দ্রকে

Latest article