নক্ষত্রপতন লাল-হলুদের! প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার

Must read

ময়দানে শোকের ছায়া। নক্ষত্রপতন লাল-হলুদের! প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার (Prabir Majumdar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। সল্টলেকে নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। রেখে গেলেন স্ত্রী, একমাত্র পুত্র, পুত্রবধূ ও নাতনিকে। ত্রিমুকুট জয়ী স্বর্ণযুগের অন্যতম নক্ষত্র ছিলেন প্রবীর মজুমদার। তাঁর প্রয়াণে ময়দান শোকস্তব্ধ। ফুটবলারের শ্রদ্ধায় এদিন ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়। ইস্টবেঙ্গল ক্লাব তার প্রাক্তন ফুটবলারের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে, শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে।

আরও পড়ুন- লোকসভা ভোটের আগে তৃণমূলকে রুখতেই এজেন্সির দৌরত্ম্য! গেরুয়া শিবিরকে আক্রমণ দলনেত্রীর

ইস্টবেঙ্গলের হয়ে ১৯৭২ ও ১৯৭৩ সালে লেফট ব্যাক হিসাবে খেলেছেন প্রবীর (Prabir Majumdar)। প্রাক্তন এই ফুটবলারের খেলা আজও মানুষের হৃদয়ে বিদ্যমান। ১৯৭২ সালে একটি গোল না খেয়ে কলকাতা লিগ জেতার রেকর্ড করেছিল লাল-হলুদ। সেই বছরই আইএফএ শিল্ড, বরদোলুই কাপ, ডুরান্ড ও রোভার্সে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ। প্রথম বারের জন্য ত্রিমুকুট জেতে তারা। ১৯৭৩ সালে কলকাতা লিগ, আইএফএ শিল্ড, রোভার্স ও ডিসিএম চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। খেলা ছাড়ার পরে ১৯৮১ সালে ইস্টবেঙ্গলের প্রশিক্ষক হয়েছিলেন তিনি।

Latest article