প্রয়াত প্রাক্তন মিস্টার ইন্ডিয়া বিশ্বনাথ দত্ত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

ভারতীয় ক্রীড়া জগতে ইন্দ্রপতন। প্রয়াত প্রাক্তন মিস্টার ইন্ডিয়া বিশ্বনাথ দত্ত (Biswanath Dutta)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গত ১০ জানুয়ারি সোমবার রাত সাড়ে ৯ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রাক্তন মিষ্টার ইন্ডিয়া বিশ্বনাথ দত্তের (Biswanath Dutta) প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সুস্বাস্থ্য ও শারীরিক সুষমার পূজারী এই বিশিষ্ট বডিবিল্ডার ১৯৬২ সালে মিষ্টার ইন্ডিয়া খেতাব অর্জন করেন। তিনি ১৯৬৩ সালে মিষ্টার এশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় ও ১৯৬৪ সালে মিষ্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছিলেন। তাঁর মৃত্যুতে দেহসৌষ্ঠব প্রদর্শন জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বিশ্বনাথ দত্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুন-নোটঙ্কিবাজ সরকার, আর নেই দরকার

সোমবার রাত ৯টা নাগাদ হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন বিশ্বনাথবাবু। তাঁর শরীরে দ্রুত হারে কমতে থাকে অক্সিজেনের মাত্রা। সেই সময় বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাক্তন মিস্টার ইন্ডিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, বিশ্বনাথবাবুর বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Latest article