বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হার বড় ব্যর্থতা : শাস্ত্রী

Must read

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল কোচ তিনি। তাঁর কোচিংয়ে একের পর এক সিরিজ জিতেছে ভারত। সে লাল বলের ফরম্যাট হোক কিংবা সাদা বল। অস্ট্রেলিয়ার মাটি থেকে পরপর দুটো মরশুম টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে।
কিন্তু কোচ হিসেবে রবি শাস্ত্রীর (Ravi Shastri) ব্যর্থতার পাল্লাটাও নেহাত কম ভারী নয়! শাস্ত্রীর আমলে আইসিসি টুর্নামেন্টে বারবার ব্যর্থ হয়েছেন বিরাট কোহলিরা। ওয়ান ডে হোক বা টি-২০ বিশ্বকাপ, খেতাব জয়ের স্বপ্নটা অধরাই থেকে গিয়েছে বিরাট বাহিনীর। আইসিসি টুর্নামেন্টের এই ব্যর্থতা যন্ত্রণা দেয় শাস্ত্রীকেও। তবে তিনি সবচেয়ে বেশি হতাশ হয়েছিলেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গিয়ে।

এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে নিজের সবচেয়ে বড় ব্যর্থতা প্রসঙ্গে শাস্ত্রীর (Ravi Shastri) বক্তব্য, ‘‘জাতীয় দলের কোচ হিসেবে অনেক সাফল্য পেয়েছি। আবার বহুবার ব্যর্থও হয়েছি। তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে গিয়ে। ভারতের কোচ হিসেবে এটাই আমার সবচেয়ে খারাপ রেজাল্ট। কারণ, তার আগের পাঁচ বছর আমরা যে ধারাবাহিকতা দেখিয়ে ছিলাম, তাতে টেস্ট ফাইনালের ওই পরাজয় পুরোপুরিভাবে অপ্রত্যাশিত ছিল।” শাস্ত্রী এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘টানা পাঁচ বছর ধরে টেস্ট ক্রিকেটের এক নম্বর দল থাকার পর, ফাইনালের ওই হার মেনে নিতে খুব কষ্ট হয়েছিল। ম্যাচটা অন্তত ড্র করা উচিত ছিল।”

আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় জয় সোনালি অধ্যায় : গাভাসকর

একই সঙ্গে ওই পরাজয়ের বেশ কিছু কারণ তুলে ধরেছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘ফাইনালে নামার আগে আরও প্রস্তুতির প্রয়োজন ছিল। কিন্তু ইংল্যান্ডে গিয়ে বায়ো বাবলে থাকতে হয়েছিল। তাই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যায়নি।” শাস্ত্রী আরও বলেন, ‘‘নিউজিল্যান্ড অনেক আগে ইংল্যান্ড পৌঁছে গিয়েছিল। তাই ওখানকার পরিবেশে দ্রুত মানিয়ে নিয়েছিল।”

Latest article