সংবাদদাতা, হুগলি : হুগলির জাঙ্গিপাড়া ১২ বছরের কিশোরীকে খুনের অভিযোগে রবিবার রাতে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক সম্মেলনে এ খবর জানান। তিনি বলেন গত ৫ তারিখে ওই কিশোরী নিখোঁজ হবার পর একটা মিসিং ডাইরি হয়। তারপরে আমরা একটি স্পেশাল টিম গঠন করে তদন্ত শুরু হয়।
আরও পড়ুন-কোচবিহারে সেরাদের দেওয়া হল পুরস্কার
গত ৮ তারিখে এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। এ ব্যাপারে খোঁজ করতে গিয়ে রবিবার রাতে হরিপাল থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন সাবালক এবং তিনজন নাবালক। পাঁচ তারিখে ওই কিশোরীর তার পরিচিত একজনের সঙ্গে দেখা করতে যায় এবং সেই সময় ওই ছেলেটি তাকে কুপ্রস্তাব দেয়। মেয়েটি তখন বাধা দিলে ছেলেটির পরিচিত আরও তিনজন সেখানে চলে আসে এবং তাকে তারা শারীরিকভাবে নির্যাতন করতে যায়। মেয়েটি বাধা দিলে তারা তাকে ধাক্কা মেরে পাশের একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন-একাধিক আঘাতের চিহ্ন অয়নের দেহে
এসপি বলেন আমাদের কাছে পিএম রিপোর্ট এসেছে, সেই পিএম রিপোর্টে কোনও ধর্ষণের উল্লেখ নেই। কেবল মাত্র তার পায়ে আঘাতের কথা বলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মনে করা হচ্ছে যখন ধৃতরা মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই সময় তার পায়ে আঘাত লাগতে পারে। এর সঙ্গে সঙ্গে এসপি আমনদীপ জানান অভিযোগ উঠেছে যে স্থানীয় থানার কিছু পুলিশ কর্মী ওই মেয়েটির পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এ-ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে থাকে এবং যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।