গতি-বাউন্সের মোকাবিলা পারথে নেটে পুল শট মারছেন বিরাট

মরুদেশে গতবার একদমই ফর্মে ছিলেন না বিরাট। কিন্তু তার আগে ২০১৪ ও ২০১৬-তে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।

Must read

পারথ, ১০ অক্টোবর : রোহিত শর্মার খুব ফেবারিট শট হল পুল। তাঁকে লেগ স্ট্যাম্পের উপর শর্ট বল দিতে ভাবতে হয় বোলারদের। পারথের নেটে এখন রোহিতের এই পছন্দের শটই নিতে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে।। সঙ্গে লেগ গ্ল্যান্স ও স্ট্রেট ড্রাইভ।
পারথে বিরাটের প্র্যাকটিসের ভিডিও গণমাধ্যমে এসেছে। সেখানে কিং কোহলিকে এইসব শট, বিশেষ করে পুল মারতে দেখা গিয়েছে। এমনিতে বিরাটের খুব পছন্দের শট হল কভার ড্রাইভ ও কভার-এক্সট্রা কভারের উপর দিয়ে আড়াআড়ি নেওয়া শট। ক্রিকেট পরিভাষায় যাকে বলা হয় ইনসাইড আউট।

আরও পড়ুন-জাঙ্গিপাড়ায় কিশোরী খুনে গ্রেফতার চার

বিশ্বকাপের আগে কেন বিরাট বেশি পুল শট মারছেন, তার একটা বড় কারণ হল তিনি বুঝতে পেরেছেন বোলাররা এখনকার বাউন্সি উইকেটে শর্ট বল বেশি দেবে। সেক্ষেত্রে এই শট রান তুলতে সাহায্য করবে। ভারতীয় দল বর্তমানে পারথে রয়েছে। অস্ট্রেলিয়ার মধ্যে সবথেকে বেশি গতিময় পিচ সেখানে। টুর্নামেন্ট শুরুর আগে গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে পারথকে বেস ক্যাম্প করা হয়েছে কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শে।
মরুদেশে গতবার একদমই ফর্মে ছিলেন না বিরাট। কিন্তু তার আগে ২০১৪ ও ২০১৬-তে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। সম্প্রতি অফ ফর্ম কাটিয়ে উঠে বিরাট এশিয়া কাপে ৭১তম শত রান করেছেন।

Latest article