প্রতিবেদন : মার্কিন মুলুকে পরপর মেধাবী ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনা। মাত্র এক মাসের মধ্যেই চারজন ভারতীয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন আমেরিকার ভারতীয় দূতাবাস। সর্বশেষ বৃহস্পতিবার মৃত্যুর খবর এসেছে ওহিও প্রদেশ থেকে। মৃতের নাম শ্রেয়স রেড্ডি বেনিগার। যদিও তাঁর মৃত্যুতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে ভারতীয় কূটনীতিক মহল।
এর আগে নতুন বছরের শুরুতেই ইলিনয়েসে মৃত্যু হয় উকুল ধাওয়ান নামে এক পড়ুয়ার। প্রবল ঠান্ডায় অবসন্ন হয়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই জানা যায় ময়নাতদন্তের রিপোর্টে। যদিও পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে কেন ঢিলছোঁড়া দূরত্বে থাকা পুলিশ উকুলের মৃত্যুর আগে কিছু টেরই পেল না! এরপর জর্জিয়ায় বিবেক সাইনি নামে এক পড়ুয়ার নৃশংস মৃত্যুতে সরব হয়েছিল গোটা ভারতীয় পড়ুয়া মহল। এক ভবঘুরের মারধরে প্রাণ হারান ওই পড়ুয়া। পড়াশুনোর পাশাপাশি খরচ চালাতে একটি দোকানে পার্টটাইম কাজ করতেন তিনি। এরপর গত সোমবার মৃতদেহ উদ্ধার হয় ইন্ডিয়ানার মেধাবী পড়ুয়া নীল আচার্যের। নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার আবেদন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এই ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে টিপক্যানয় কাউন্টি।
তারই মধ্যে ফের আরেকটি অস্বাভাবিক এক মৃত্যুসংবাদে চাঞ্চল্য ভারতীয় পড়ুয়া মহলে। সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের অধীন কার্ল এইচ লিন্ডনার কলেজ অফ বিজনেসের ছাত্র শ্রেয়স রেড্ডি বেনিগারের দেহ উদ্ধার হয়। শ্রেয়সের পরিবার হায়দরাবাদের বাসিন্দা। কনসুলেটের পক্ষ থেকে তাঁর পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয়েছে। যদিও শ্রেয়স এখন আমেরিকার নাগরিকত্ব নিয়েই ওহিওতে থাকছিলেন। তাঁর মৃত্যুর কারণ স্পষ্টভাবে না জানানো হলেও খুনের সন্দেহ উড়িয়ে দিচ্ছে ভারতীয় দূতাবাস। তদন্ত শুরু করেছে ওহিও পুলিশ।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…